
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থাএর তথ্য প্রদানকারী কর্মকর্তা
জনাব পলাশ দেবনাথ এর বাড়ী যশোর জেলার কেশবপুর থানায় সাহাপাড়ায়। সে মাার্কেটিং বিভাগে এমবিএস পাশ করে ২০১৩ সালে এনজিওতে যোগদেন। ইতিপূর্বে সে যশোর আরআরএফ এনজিও,ডাচ বাংলা ব্যাংক এ কাজ করেছেন। ২০১৯ সাল থেকে শাপলা এনজিওতে সফটওয়্যার ও রিপোটিং অফিসার পদে কর্মরত। তার এক সন্তান।