Logo

 
আফসার হোসেন-সিআরপি, রাজশাহী
Logo

আফসার হোসেন-সিআরপি, রাজশাহী সম্পর্কে

সিআরপি
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র ( সিআরপি) দীর্ঘ 40 বছর যাবত বাংলাদেশের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে আসছে। সিআরপির মূল লক্ষ্য হল প্রত্যেক প্রতিবন্ধী মানুষ কে সমাজের মূল স্রোতধারায় করা। রাজশাহী বাংলাদেশের অন্যতম বৃহৎ বিভাগ যেখানে প্রতিবন্ধীতার হার বেশী। এমনকি সিআরপি-সাভার এবং মিরপুরের ১৫% রোগী রাজশাহী বিভাগ থেকে আসে। এই বিপুল সংখ্যক রোগীর চাহিদা পূরণে এবং স্বল্প খরচে উন্নত সেবা প্রদানের লখ্যে সিআরপি রাজশাহীতে একটি বিভাগীয় পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সিআরপি’র রাজশাহী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্টার জন্য মরহুম আফসার হোসেন সাহেবের পুত্র মোঃ মাজহারুল হান্নান এবং তার পরিবার ২০১১ সালে জমি প্রদান করেন। পরবর্তীতে জাপান সরকার ও জনণের অনুদানে ২০১৩ সালে সিআরপি একটি চারতলা বিশিষ্ট বিভাগীয় পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করে। ২০১৩ সাল থেকে আফসার হোসেন সিআরপি নামে এই পুনর্বাসন কেন্দ্রটি কার্যক্রম শুরু করে। আফসার হোসেন সিআরপি, রাজশাহী সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে নিম্নোক্ত খাতসমূহে সেবা প্রদান করে আসছে ৥ থেরাপি সেবা ৥ এ্যাসিসটিভ ডিভাইস ৥ অর্থেটিক্স ও প্রস্থেটিক্স ৥ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ

 

NGO সমূহ