- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
নুরমিশন বাংলাদেশ
নুরমিশন বাংলাদেশ সম্পর্কে
পটভূমি:
নুরমিশন বাংলাদেশ পূবের্ নাম সান্তাল মিশন নরওয়েজিয়ান বোর্ড (এসএমএনবি) নরওয়ে ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশে সান্তাল মিশন রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ ও ঢাকা জেলাতে কার্যক্রম রয়েছে। নুরমিশন বাংলাদেশ মূলত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্টি সান্তাল, খাসিয়া, গারো, উড়িয়া ও অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্টির মাঝে কাজ করে যাচ্ছে। এই জনগোষ্টির লোকজন সমাজে সর্বক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। সান্তাল মিশন এই সব জনগোষ্টির উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্টাইপেন্ড, হোস্টেল সুবিধা, আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের সভা-সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রেজিস্ট্রেশন:
১. এনজিও বিষয়ক ব্যুরো রেজি: নং ১০৮, তারিখ ১৫/১০/১৯৮১
২. জয়েন্ট স্টক কোম্পানিজ রেজি: নং সি.এইচ.এস. - ৬২/৮ তারিখ : ১৭/০৬/১৯৯১
৩. মাক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি রেজি নং ০০৩১৪-০২৫৯৪-০০৪০৭, তারিখ : ১৫/০৬/২০০৯
সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য:
- আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা;
- ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্টির উন্নয়নের লক্ষ্যে কাজ করা;
- গ্রাম পর্যায়ে প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটানো, শিক্ষা বৃত্তি ও হোস্টেল ব্যবস্থা করা;
- গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ উন্নয়ন সাধন করা;
- প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা।
বর্তমান প্রকল্প সমূহ:
১. লুথারেন গার্লস হোস্টেল (এলজিএইচপি)
২. এডুকেশন এ্যাসিসটেন্স প্রোগ্রাম (ইএপি)
৩. সেভক্রেড (মাইক্রোক্রেডিট) প্রোগ্রাম
৪. ডেভেলপমেন্টিএন্ড লীডারশীপ প্রোগ্রাম (ডিএলপি)
৫. হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচআরডিপি)
৬. মার্টিন লুথার কলেজ (এমএলসি)