Logo

 
বুরো বাংলাদেশ
Logo

বুরো বাংলাদেশ সম্পর্কে

BURO Bangladesh stands for Basic Unit for Resources and Opportunities of Bangladesh. BURO Bangladesh is a national non-government social development organization was established in 1990 intended to work for the poor and rural people to reduce both income and human poverty. Over the period, the organization emerges as a front ranking specialized microfinance institution. It provides high quality flexible financial and social services to one million low-income people, particularly the poor women. BURO Bangladesh currently serves 1.3 million poor women through its 644 branch offices which are managed by 6,000 full time work forces. BURO Bangladesh is one of the first MFIs in the country to articulate a clear, unequivocal commitment to achieve financial sustainability by using commercial capital, and established itself as an independent institution. Since then it has been achieving milestones of success and eventually has attained financial sustainability.
সংস্থার সঞ্চয় ও ঋণ কর্মসূচীর মাধ্যমে সদস্যদের বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করে তাদের বর্তমান আর্থ-সামাজিক অবষ্থার ইতিবাচক পরিবর্তনে সংস্থা উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। এছাড়াও সংস্থার সদস্যগন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নিজস্ব পুজি/মূলধন গঠনেও সক্ষম হচ্ছে যা তাদেরকে আত্মনির্ভশীল হতে সহায়তা করছে। এছাড়াও সংস্থা কর্তৃক বর্ণিত সদস্যদের গ্রুপভূক্ত করে তাদের বিভিন্ন সামাজিক উন্নয়নে ইস্যুর উপর নিয়মিত উদ্ধুদ্ধরণ করা হচ্ছে। যেমন : শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি,পানি ও পয়:নিস্কাশন,পরিবার পরিকল্পনা,নারীর অধিকার ও ক্ষমতায়ন,কুসংস্কার,আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় ইত্যাদি। সংস্থা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী (SME Program)মাধ্যমে ক্ষুদ্র ঋণ কর্মসূচীর অপেক্ষাকৃত সফল সদস্য এবং সমাজের অন্যান্য নিম্নবৃত্ত সদস্যদের SME ঋণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মস্থান সৃষ্টি প্রয়াস অব্যাহত রয়েছে। প্রবাসে কর্মরত দেশের কর্মীদের রেমিটেন্স এর অর্থ দ্রুততম সময়ে এবং নিরাপদে প্রবাসীর পরিবারের সদস্যদের নিকট পৌছে দেয়ার ক্ষেত্রে সংস্থা ভূমিকা রাখছে। যাহা জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও সংস্থা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষির সাথে সম্পৃক্ত পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে কৃষি অর্থায়নসহ অন্যান্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। সংস্থা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় সকল পর্যায়ের কর্মীগন দূর্যোগ পূর্বাভাস ও সতর্কীকরণ,সচেতনীকরণ,দূর্যোগের জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসকরণ,প্রস্তুতি,উদ্ধার,ত্রান ও পূণর্বাসন সম্পর্কে প্রশিক্ষিত হওয়ার কর্মসূচীভূক্ত সদস্যদের দূর্যোগ ব্যবস্থাপকনা সম্পর্কে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। উল্লেখিত বিষয় সমূহের বাইরেও সংস্থা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্রদের জীবনমান উন্নয়ন,কিশোর-কিশোরীদের উন্নয়ন,দরিদ্রগস্থ পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং Rural Piped Water Supply Project এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠিকে আর্সেনিক ও আয়রণমুক্ত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণে লক্ষ্যে কাজ করছে যাহা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। বুরো বাংলাদেশ হিসাবেও প্রতিবেদনের স্বচ্ছতার জন্য ২০০৫,২০০৭,২০০৮,২০০৯,২০১০,২০১১,২০১২,এবং ২০১৩ সালে আই,সি,এ বি এ্যওয়ার্র্ড লাভ করে। এছাড়া সিজিএপি/বিশ্বব্যাংক সংস্থাকে এর বার্ষিক প্রতিবেদন আন্তর্জাতিক মান সম্পন্ন স্বচ্ছতার স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে ফাইন্যানসিয়াল ট্রান্সপারেন্সি এ্যাওয়ার্ড প্রদান করেছিল। সর্বোপরি সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউনটেন্টস (সাফা) কর্তৃক সার্বিক বিবেচনায় বুরো বাংলাদেশ ২০০৫,২০০৭,২০০৮,২০০৯ এবং ২০১০ সনের প্রকাশিত বার্ষিক হিসাব ও প্রতিবেদনের সচ্ছতা জন্য সার্কভূক্ত দেশসমূহের মধ্যে এন,জি,ও সেক্টরে এ সম্মানজনক পূরস্কার অর্জন করছে। ২০১৩ সালে Credit Rating Agency of Bangladesh Limited (CRAB) কর্তৃক MFIS সমূহে Credit Rating নির্ধারণে বুরো বাংলাদেশ AA+ প্রাপ্তির অর্থ হচ্ছে,Very Strong Capacity & Very High Quality to Meet Their Financial Commetments. সম্প্রতি Microsave নামক একটি আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত জরিপের ফলাফল অনুযায়ী বুরো বাংলাদেশ Social Performance Management Rating এ ৭০% Sorce অর্জন করছে,যা এশিয়ায় কর্মরত MFI গুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়াও সংস্থা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীসহ অন্যান্য জাতীয় ইস্যূভিত্তিক কাজে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছে।

 

NGO সমূহ