
- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি
থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি সম্পর্কে
বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের রাজশাহী জেলার পদ্মা নদীর পাশ্ববর্তী একটি পল্লী গ্রাম থানাপাড়া্ ১৯৭১ সালের ১৩ এপ্রিল এই শান্তিময় সুশৃঙ্খল পল্লী গ্রামটি পরিণত হয় একটি ধ্বংসযজ্ঞে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে প্রাণ হারায় এই গ্রামের শত সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় অনেক সাধারণ পরিবার কেউ হারায় তার প্রাণ প্রিয় সন্তানকে, কেউ হারায় তার পিতাকে, কেউ বা আবার তার স্বামীকে এক কথায় বলা যায় নৃশংস পাকবাহিনীদের হাতে শহীদ হয় থানাপাড়া গ্রামের অনেক সাধারণ পুরুষ
পরুষশূণ্য হয়ে পড়ে এই পল্লী গ্রামটি যুদ্ধ শেষে এই গ্রামের প্রতিটি পরিবার হয়ে যায় গৃহহীন, তারা অভাবের দাহটানে উম্মাদ হয়ে পড়ে এমন সময় অর্থাৎ ১৯৭৩ সালে সুইডেনের একটি প্রতিষ্ঠান এই ধ্বংসগ্রস্ত সাধারণ নিভৃত মানুষের কথা শুনতে পান তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই সকল মানুষদের উপর যারা সন্তানহীণ পিতৃহীণ ও স্বামীহীন সেই বছরেই তারা থানাপাড়া পল্লী গ্রামে একটি প্রাইমারি বিদ্যালয় ও দুস্থ নারীদের জন্য একটি হস্তশিল্প প্রোগ্রাম চালু করেন এর কিছু বছর পর অর্থাৎ ১৯৮৫ সালে চালু হয় গ্রাম উন্নয়ন প্রোগ্রাম যেসকল নারী গৃহহীণ তাদের আবাস স্থান নির্মাণের জন্য
সুইডেনের এই প্রতিষ্ঠানটি “দি সোয়ালোজ, ইন্ডিয়া-বাংলাদেশ” কর্তৃপক্ষ উক্ত প্রতিষ্ঠানটি স্থানীয়/জাতীয় এনজিও হিসেবে ১৪ নভেম্বর, ১৯৯৮ সালে দায়িত্ব হস্তান্তর করেন এবং প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় “থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি“ বর্তমানে এই প্রতিষ্ঠানের হস্তশিল্প প্রোগ্রামটি এখন স্বয়ং সম্পূর্ণভাবে পরিচালিত আছে এর অধীনে কর্মরত আছে প্রায় ২৫০ জন কর্মী যাদের মধ্যে অধিকাংশেই হচ্ছে নারীকর্মী এবং প্রাইমারি বিদ্যালয়ে এখন ছাত্র-ছাত্রী সংখ্যা ৩০০ জন