Logo

 
কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা
Logo

কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে

সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশে গ্রামে শহরে নির্ম্ন ও উচ্চ বিও অনেক পরিবারেই প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে যদিও তাদের সঠিক কোন পরিসংখ্যান নেই তবে অনুমানের উপর জানা যায় । মোট জানোগোষ্ঠীর ১০ ভাগ প্রতিবন্ধী যার সংখ্যা এক কোটির উপরে ।এই বিপুল সংখ্যাকে বাদ দিয়ে সমাজের বা রাষ্টের উন্নয়ন সম্ভাব নয় ।এই ভাবনা থেকে প্রতিবন্ধীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ার ইচ্ছা জাগে । এই লক্ষ্যে এলাকায় আমরা কয়েকজন প্রতিবন্ধী একত্রিত হয়ে আগামী দিন গুলোতে প্রতিবন্ধীদের সঠিক কর্মসূচীকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নামে প্রতিশ্রুতি বদ্ধ হই । বর্তমানে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ৩৪০ জন প্রতিবন্ধী ব্যাক্তি স-উদ্দগে স-ইচ্ছায় ২০০৬ সাল হতে স্বধীন ভাবে কাজ করে যাচ্ছি ।যার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২০১২ সালে নিবন্ধন প্রাপ্ত হয় ।বর্তমান সংস্থার চলমান কার্যক্রম ১.প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার আদায়ে সামাজিক সচেতনা মূলক কাযক্রম বাস্তবায়ন করা ।২.অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র,ঈদ বস্ত্র,ও উন্নত মানের খাদ্য সামগ্রী বিতারন করা ।৩.দারিদ্র বিমচন কর্মসূচিতে আর্ত্য কর্মসংস্থান কর্মসূচিতে প্রতিবন্ধী নারী ও তাদের অভীবাবকে সেলাই প্রশিক্ষণ কাযক্রম বাস্তবায়ন করে আসছে ।৪.তথ্য প্রযুক্তি উন্নয়নে প্রতিবন্ধীদের কারিগরি ভকেষনার কেন্দ্রে সহযগিতায় কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা হচ্ছে ।৫.প্রতিবন্ধী ব্যাক্তিদের চলাচলে সহায়ক উপকরন প্রদান করা ।৬.অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা কার্যক্রম বাস্তাবয়নে তাদের মাঝে শিক্ষা উপকরন প্রদান করা হয় ।৭.প্রতিবন্ধী ব্যক্তিদের কেপাসিটি বিল্ডাপ করার জন্য দক্ষতা মূলক প্রশিক্ষন প্রদান করা হয় ।৮.র্নিযাতিত প্রতিবন্ধী মানুষকে আইনী সহয়তা সুযোগ করে দেওয়া হয় ।৯.প্রতিবন্ধী মানুষের চিকিৎসা কাযক্রমের আওতায় সরকারি ও বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে এডভকেশি মাধ্যমেও বিনা মূল্যে চিকিৎসা ব্যরস্থা করা হয় ।বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশন ও চারটি ইউনিয়নের প্রতিবন্ধী মানুষ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে । এটি একটি স্বপরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসুন মোঃ সোহেল রানা সভাপতি কার্যালয়ের অবস্থান: লক্ষীপুর ভাটাপাড়া কামাল খাঁর মোড়, রাজপাড়া,রাজশাহী । এটি একটি স্বপরিচালিত স্বাধীন স্বেচ্ছাসেবী ডিপিও। সংস্থার নিজস্ব ওয়েব-সাইট-www.kpus.org

 

NGO সমূহ