আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) এর প্রকল্প সমূহ
সম্প্রসারিত সুঁইয়ের মাধ্যমে নেশা গ্রহণকারীদের জন্য অত্যাবশ্যকীয় সেবা প্রদান কর্মসূচী

সুইজারল্যান্ডের জেনেভা ভিক্তিক গেস্নাবাল ফান্ডের অর্থায়নে ২০০৮ সাল থেকে কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়ামের অধিনে রাজশাহী অঞ্চলে এবং পরবর্তী ২০১১ সালে দিনাজপুর অঞ্চলে আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং সেভ দি চিলড্রেন ইন্টার ন্যাশনাল এর ব্যবস্থাপনায় জিএফ আইডিইউ-৯০৬ প্রকল্পে বাংলাদেশে এইচআইভি/এইডসের হার কমানোর লক্ষে ক্ষতি হ্রাস কার্যক্রমে কাজ করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে আপস মোট ০৪টি ডিআইসির মাধ্যমে ১৩১৪ জন সুবিধাভোগী জনগোষ্ঠিকে সেবা প্রদান করে আসছে। এই প্রকল্পে আউটরীচ সুপারভাইজারগণ সরাসরী মাদকসেবীদের সঙ্গে কাজ করেন এবং আউটরীচ ওয়ার্কারদের সুপারভাইজ করেন। এছাড়াও কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম দক্ষকর্মী উন্নয়নে বিশ্বাসী তাই বাংলাদেশে এইচআইভি প্রতিরোধ সম্প্রসারণ কর্মসূচি’ প্রকল্পের আওতায় প্রতিটি কর্মীকে দক্ষ সৈনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি কর্মীর ক্যাপাসিটি বিল্ডআপ করে ঘাতক ব্যাধি এইচআইভি এবং এইডস এর বিরম্নদ্ধে কাজ করার সহায়ক পরিবেশ তৈরী করতে বিভিন্ন প্রকার আপডেট নলেজসহ প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।