- প্রথম পাতা
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
নব দিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা এর সেবা সমূহ
লিপলেট বিতরণ
নোভেল করোনা ভাইরাস (২০১৯-n Cov) প্রতিরোধে করণীয়ঃ
২৭/০৩/২০২০
১. লীপলেট বিতরণ, স্কুল, কলেজ, গ্রাম, মহল্লা, হাট বাজার, যানবাহন
বিতরণ
ঈদ-উল- ফিতর
১৯/৫/২০২০
সিটি কর্পোরেশন ও পবা উপজেলা
৫০ পরিবারে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ১ কেজি চিনি, ১কেজি সেমাই
বাল্যবিবাহ প্রতিরোধ
মাসিক রিপোর্ট
বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা পরিবার থেকে শুরু হোক সমাধানের যাত্রা।
ভূমিকা ঃ নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা সুবিধা বঞ্চিত অধিকার, অবহেলিত, পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং তাহাদের সমাজের মূল শ্রোত ধারা এগিয়ে নিয়ার আশা এবং সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ বিনা মূল্যে আইনী সহায়তা। নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, যৌন হয়রানী, ইত্যাদি নিয়ে এই সংগঠনের কাজ।
০৮/০৩/২০১৯ইং তারিখে আন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অফিস নিজ কার্যালয়।
বাল্য বিবাহ সচেতনতা মূলক উঠান বৈঠক ১৫/০৩/২০১৯ ইং তারিখ সময়ঃ ১০.০০ঘটিকায় মো ঃ আঃ সামাদ আলী সাংঃ-বড়মল্লিক পুর, থানাঃ মতিহার, জেলাঃ রাজশাহী।
২৬/০৩/২০১৯ইং তারিখে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয় অফিস নিজ কার্যালয়।
নাহিদ আক্তার তানিয়া, পিতা: মৃত : নুরুজামান, সাং- সাগরপাড়া, থানা: বোয়ালিয়া, স্বামীঃ পরিতেক্তা একটি শিশু সন্তানকে নিয়ে বুটিক এর কাজ, আর্ট স্কুল এবং বিউটি পার্লার দিয়ে তার ছেলেকে নিয়ে কর্ম করে খাই। ইতি মধ্যে গত ০৪/০৪/২০১৯র্ই তারিখে সময় আনুমানিক ১.৩০ মিনিটে ঐ এলাকার কিছু বখাটে ছেলেরা কুপস্তাব দেয়। কুপস্তাবে রাজি না হওয়ায় অনেক ভয়ভীতি দেখায়। পরবর্তিতে অফিসে অভিযোগ করলে আমরা অফিস থেকে সমাধান করে দেয়।