Logo

 
সোসাইটি ফর ইন্টারন্যাশনাল মিনিজস্ট্রিজ (এসআইএম বাংলাদেশ)
Logo

সোসাইটি ফর ইন্টারন্যাশনাল মিনিজস্ট্রিজ (এসআইএম বাংলাদেশ) সম্পর্কে

সোসাইটি ফর ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিজ ১৯৫৮ সাল থেকে যাত্রা শুরু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনক্রমে সরকারের একটি সহযোগী সংগঠন হিসেবে এদেশের সাধারণ জনগণের ভাগ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে চিলড্রেন আপলিফ্ট, আর্সেনিক ফ্রি ড্রিংকিং ওয়াটার, ইংলিশ ফর সাকসেস, নন-ফর্মাল এডুকেশন, পার্টারিং উইথ চার্চেস, ভকেশনাল ট্রেনিং ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সরকারের বর্তমান-চলমান ও ভবিষ্যত পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে মানুষের হাতে যে স্বক্ষমতা আছে তার পূর্ণ ব্যবহার করার মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করে তার অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য উপযুক্তভাবে প্রস্তুত করে আসছে। সাথে সাথে দেশের মানুষের জীবনে দৃশ্যমান নৈতিক পরিবর্তন সাধন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজশাহী সদরে আমাদের কার্যক্রম সমূহ: ১। (ক) প্রকল্পের নামঃ এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টার (খ) প্রোগ্রামের নামঃ স্পোকেন ইংলিশ ১। দেশীয় ইংরেজি প্রশিক্ষকদের অধিকতর প্রশিক্ষণ প্রদান করা যাতে করে তারা এদেশীয় ছাত্রদের ইংরেজিতে উন্নতর প্রশিক্ষণ দিতে পারে। এই লক্ষ্যে নিম্নোক্ত দল/গ্রুপ এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে : * বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ের ছাত্ররা অন্তর্ভুক্ত হবে। * বিশেষজ্ঞ পেশাজীবি দল- ব্যবসায়ী, এদের স্ত্রী/পরিবার, স্কুল শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ইঞ্জিনিয়ার, হিসাব-রক্ষক, অভ্যর্থনাকারী ইত্যাদি। * এই রূপ আরও অন্যান্য পেশাজীবি। ২। উন্নয়ন কর্মী ও ছাত্রদেরকে ব্যক্তিগত, নৈতিক ও বৃত্তিমূলক উন্নয়নের শিক্ষা প্রদান করা। আমাদের প্রত্যাশা এদেরকে নিজ গৃহে ও সমাজে নেতা হিসাবে তৈরি করা। ৩। সমমনা অন্যান্য প্রতিষ্ঠান গুলোর সংগে পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে পারস্পরিক শিক্ষাগত প্রয়োজনগুলো মেটানো। ২। (ক) প্রকল্পের নামঃ ট্রান্সফরমেশন সেন্টারর্স প্রোজেক্ট (খ) প্রোগ্রামের নামঃ মর্ণিংস্টার চিলড্রেন্‌স সেন্টার ১। ক্লাশে উপস্থিতিঃ যে সকল বাচ্চা কোন স্কুলে যায় না শুধুমাত্র খেলাধূলা করে সেই সকল বাচ্চাদের লেখাপড়ার দ্বিতিয় একটি সুয়োগ সৃষ্টি করবে যাতে তারা কোন সরকারী বা বেসরকারী স্কুলে পড়তে পারে। এখানে তৃতীয় শ্রেনী পর্যন্ত ছেলেমেয়েদের পড়াশুনার সুযোগ রয়েছে। ২। কোচিং সেন্টারঃ আমাদের পুরাতন ছাত্র/ছাত্রী যারা বিভিন্ন স্কুলে লেখাপড়া করে ক্নিতু ক্লাসের পড়া ঠিকমত বুঝতে পারে না তাদের জন্য সুয়োগ তৈরী করা। ৩। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিঃআমরা ছাত্র-ছাত্রিদের ও পরিবারকে কৃমিনাশক ঔষধ দেওয়ার ফলে ছাত্র-ছাত্রিদের সুস্বাস্থ্য নিশ্চিত হয়েছে, ক্ষুধামন্দা দূর হয়েছে এবং তারা পড়াশুনায় আরো মনোনিবেশ করতে পারছে।

 

NGO সমূহ