Logo

 

নব দিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা এর তথ্য সমূহ

মাসিক রিপোর্ট

বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা পরিবার থেকে শুরু হোক সমাধানের যাত্রা। ভূমিকা ঃ নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা সুবিধা বঞ্চিত অধিকার,অবহেলিত,পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং তাহাদের সমাজের মূল শ্রোত ধারা এগিয়ে নিয়ার আশা এবং সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ বিনা মূল্যে আইনী সহায়তা। নারী নির্যাতন,যৌতুক, বাল্যবিবাহ, যৌন হয়রানী, ইত্যাদি নিয়ে এই সংগঠনের কাজ। মোসা ঃ রিপা (28), পিতা ঃ মো ঃ হোসেন আলী, সাং- খড়খড়ী(জলপাড়া), পো ঃ খড়খড়ী, থানা ঃ মতিহার, রাজশাহী। গত ২৭/০৮/২০১৮ইং তারিখে একটি পারিবারিক অভিযোগ করে এর পরিপেক্ষিতে বিবাদীকে ২০/০৯/২০১৮ইং তারিখে একটি নোটিশ করা হয়।২০/০৯/২০১৮ইং তারিখে অফিসে উপস্থিত হয়ে আপোষ মিমাংসা হয় যে দেনমোহরানার ৫৫,০০০(পঞ্চান্ন হাজার টাকা মাত্র) এবং মেয়ে সন্তান (বর্ষা-৮) তার খরচ বাবদ প্রতি মাসে ৫০০ (পাঁচশত টাকা মাত্র) করে দিবে। পারিবারিক সমস্যা থাকার কারনে ২৮/০৮/২০১৯ইং তারিখ পযর্ন্ত সময়ের জন্য আবেদন করেন। এবং ২৮/০৮/২০১৯ইং তারিখে অফিসে উপস্থিত হয়ে বিবাদী বাদীকে তার দেনমোহরানার টাকা বুঝিয়া দেয় এবং বাচ্চার খরচ ও দেয়। তামান্না সুলতানা (৪০), পিতা ঃ মৃতঃ আবু তাহের, সাং- মসজিদ পাড়া, থানাঃ চাপাইনবাবগন্জ, জেলাঃ চাপাইনবাবগন্জ। গত ১১/০৪/২০১৯ইং তারিখে মেয়ের খোরপোস প্রসঙ্গে একটি অভিযোগ করেন। গত ২০/০৪/২০১৯ ইং তারিখে দুই পক্ষ অফিসে উপস্থিত হয়ে বিবাদী তার সন্তান এর খোরপোষ এর দায়িত্ব নেন। মোসাঃ মাহাফুজা খাতুন (লাবণী) (১৯) পিতাঃমোঃ মাহাবুল ইসলাম, সাং- গোলজারবাগ গুড়ি পাড়া, থানাঃ কাশিয়াডাঙ্গা, জেলাঃ রাজশাহী। গত ২৮/০৪/২০১৯ইং তারিখে একটি যৌতুক জন্য নির্যাতন এর অভিযোগ করেন। বর্তমানে অভিযোগটি অফিসে চলমান। মোসাঃ আমেনা বেগম, পিতাঃ আমজাদ আলী, সাং- ভাটাপাড়া, পোঃ খড়খড়ী, থানাঃ মতিহার, জেলাঃ রাজশাহী। ০৫/০৫/২০১৯ইং তারিখে বাল্যবিবাহ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে একটি উঠান বৈঠক এর মাধ্যমে আলোচনা সভা করা হয়।

 

NGO সমূহ