- প্রথম পাতা
- সেবা সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
উদ্দীপন এর প্রকল্প সমূহ
সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম।
১৯৮৪ সালে উদ্দীপনের যাত্রা শুরু। তবে ১৯৮৯ সালে উদ্দীপন ‘ক্ষুদ্রঋণ কর্মসূচীতে’ যুক্ত হয়।- মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরাসরি কাজ করতে। আজ (নভেম্বর ২০১৪) ক্ষুদ্রঋণ কর্মসূচীর মাধ্যমে উদ্দীপনের সাথে সরাসরি ২২ লক্ষাধিক মানুষ জড়িত। এমএফপি কর্ম সূচীর মাধ্যমে এপর্যন্ত ৪২,৪৯৭.৪৪ মিরিয়ন টাকা বিতরন করা হয়েছে। আদায়ের হার ৯৯.৪৪%। ঋণস্থিতী ৪,৮৫৬.২৮ মিলিয়ন টাকা এবং এমএফপি-তে স্টাফ সংখ্যা ২,৩৯৮ জন।
উদ্দীপন রাজশাহীতে ২০০৬ সালে এমএফপি কর্মসূচী শুরু করে।
সূ-চলা কর্মসূচী।
উদ্দীপন অনুকুল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা উন্নয়ন তহবিল (MDF)-এর আর্থিক সহযোগিতায় সু-চলা (SU-CHALA) কর্মসূচীর অধীনে উদ্দীপন রাজশাহী আঞ্চলিক অফিসের আওতাভুক্ত পবা, মোহনপুর, বোয়ালিয়া ও বাঘা শাখায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
১লা জানুয়ারী, ২০১৩ তারিখ হতে উপরিউক্ত ০৪ টি উপজেলার ৩১ টি ইউনিয়নের ১৮৫ টি গ্রামের ১,৮৬,৯৮০টি পরিবারের সাথে উদ্দীপন সূ-চলা কর্মসূচী শুরু করেছে। প্রকল্পটির মেয়াদ তিন বছর (২০১৫ সাল পর্যন্ত)। এর মূল লক্ষ্য হচ্ছে, প্রকল্প সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীগণ স্কুল থেকে যেন ঝরে না পড়ে এবং বাংলাদেশের শিক্ষার হার বাড়ানোর মাধ্যমে সহ-শিক্ষা উন্নয়নের মূলধারাকে সমৃদ্ধ করা।
সূ-চলার সেবাসমূহ :
- শ্রমজীবি শিশু, ঝরে পড়া শিশু, এতিম ও অসহায় শিশু ও পথ শিশুদের স্কুল মুখী করা।
- বছরের শুরুতে প্রকল্পভূক্ত প্রতিটি শিশুকে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, পোষাক ও খাতা কলম) বাবদ ৮০০ (আটশত টাকা মাত্র) টাকা করে প্রদান করা।
- শিশুদের স্কুল মুখী করে গড়ে তুলতে প্রতি মাসে প্রতি জন শিশুকে ৪০০ (চারশত টাকা মাত্র) টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা।
- দরিদ্র ও ঝরে পড়া শিশুদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা নিশ্চিত করা।
- ঝুঁকিপুর্ণ শিশুশ্রম নিরসণ করা।
- শিশু অধিকার ও শিশুর পুষ্টি রক্ষা করা।
প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচী।
প্রাথমকি স্বাস্থ্য সেবা র্কমসূচীটি র্গভবতী এবং অপুষ্ট শিশুদের সেবা প্রদানের জন্য। কর্মসূচীটি ০১.০৪.২০১১ তারখি হতে শুরু হয়ে র্বতমানে চলমান আছ। প্রাথমকি স্বাস্থ্য সবো র্কমসূচীর সবোসমূহ :
- র্গভবতী মায়ের স¦াস্থ্য সেবা প্রদান,
- নিরাপদ প্রসূতি সেবা প্রদান,
- ০-০৫ বছররে শশিুদরে ওজন নিয়ন্ত্রন সেবা প্রদান,
- প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবা প্রদান,
- জটিল রুগীদের সরকারী হাসপাতালে refer করা,
- ইসুবেজ কাউনসেলিং করা (নিরাপদ পানি, ব্যাক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা,স্যানিটেশন, পূষ্টি, গর্ভকালীন ও প্রসুতিকালীন পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য),
- চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান,
- সাধারন রুগীকে স্বাস্থ্য সেবা প্রদান,
- রুগীদের স্বাস্থ্য কমপ্লেক্রের সাথে যোগাযোগ করিয়ে দেয়া,
- রুগীদের সাথে সরকারী হাসপাতালের স্টাপদের সাথে যোগাযোগের মাধ্যমে স্বাস্থ্য সবো লংিকজে করয়িে দয়ো,