- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ)
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) সম্পর্কে
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশে হতদরিদ্র ক্লাবফুট শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিতের উদ্দ্যেশে ওয়াক ফর লাইফ- মুগুর পা কার্যক্রম নামক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। সংস্থার প্রস্তাবিত এই প্রকল্পটি দেশের বিভিন্ন জেলায় পনসেটি ক্লাবফুট ক্লিনিক স্থাপনের মাধ্যমে পরিচালিত হবে। দরিদ্র ও হতদরিদ্রদের আর্থিক অবস্থা বিবেচনায় চিকিৎসায় সহায়তা প্রদান করা হবে। আর যাদের সামর্থ রয়েছে তারা স্বল্পমূল্যে এই ক্লিনিকেগুলো হতে চিকিৎসা নিবে।
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশে হতদরিদ্র ক্লাবফুট শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিতের উদ্দ্যেশে ওয়াক ফর লাইফ- মুগুর পা কার্যক্রম নামক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। সংস্থার প্রস্তাবিত এই প্রকল্পটি দেশের বিভিন্ন জেলায় পনসেটি ক্লাবফুট ক্লিনিক স্থাপনের মাধ্যমে পরিচালিত হবে। দরিদ্র ও হতদরিদ্রদের আর্থিক অবস্থা বিবেচনায় চিকিৎসায় সহায়তা প্রদান করা হবে। আর যাদের সামর্থ রয়েছে তারা স্বল্পমূল্যে এই ক্লিনিকেগুলো হতে চিকিৎসা নিবে।
এই লক্ষ্যে, সংস্থাটি বিভিন্ন জেলায় অবস্থিত বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন ও অন্যান্য সংস্থা কর্তৃক পরিচালিত বেসরকারী হাসপাতাল সমূহে পনসেটি ক্লিনিক পরিচালিত করবে। কোন শিশুকে অর্থনৈতিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত করা না হয় তা নিশ্চিত করার জন্য সংস্থাটি কাজ করবে।
সরকারী প্রতিষ্ঠান, এনজিও, ডাক্তার, স্বাস্থ্যসেবীগণ এবং ওয়াক ফর লাইফ সহ সর্বসাধারণের সহযোগিতায় ক্লাবফুট নিয়ে জন্মানো শিশুদের আজীবন প্রতিবন্ধী জীবন দূরীকরণের জন্য একযোগে এই প্রকল্পটি কাজ করবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্লাবফুট বিশেষজ্ঞগণ নিয়মিত এ কার্যক্রমের মান নিশ্চিত করবেন।
এই প্রকল্পের মাধ্যমে ক্লাবফুট চিকিৎসার জন্য একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকারী ও বেসরকারী পর্যায়ে কর্মরত বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবিদের ক্লাবফুট চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হবে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেকেই এই ক্লাবফুট এবং এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভালভাবে অবগত নয়, প্রকল্পটি শুরর পর থেকেই কমিউনিটি পর্যায়ে জনসাধারণ বিশেষ করে স্বাস্থ্যকর্মীদেরকে এবিষয়ে সচেতনতার প্রচেষ্টা চালাবে।