আফসার হোসেন-সিআরপি, রাজশাহী এর সেবা সমূহ
সাংস্কৃতিক অনুষ্ঠান-2020

অদ্য 15/11/2020 ইং তারিখে সিআরপি রাজশাহী হল রুমে 30 জন অটিজম শিশুদের নিয়ে গান ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-2020

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০।অদ্য রাজশাহী সিআরপি-আফসার হোসেন সেন্টার এর স্টাফদের নিয়ে ২২ অক্টোবর,২০২০ ইং তারিখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্কঠিত হয়।
সিআরপি রোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে খেলাধুলা অনুষ্ঠান-2020

অদ্য 11/11/2020 ইং তারিখে সিআরপি কর্তৃক আয়োজিত রোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে খেলাধুলা 2020 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: হাসিনা মমতাজ , উপ পরিচালক সমাজসেবা রাজশাহী এবং মো: মাহাতাব হোসেন চৌধুরি, 23 নং ওয়ার্ড
কাউন্সিলর, রাজশাহী । উক্ত থেলাধুলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন সোমা বেগম কেন্দ্র ব্যবস্থাপক । সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় সম্রাট আওরঙ্গজেব , ডিভিশনাল কো-অর্ডিনেটর।
কোভিড-১৯ প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে শুকনো খাবার বিতরন

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে প্রদিবন্ধী ব্যাক্তি ও তাদের পরিবারের মাঝে আমেরিকান ফ্রেন্ডস সিআরপি সহযোগীতায় ৩১৫ জন ব্যাক্তিদের সিআরপি রাজশাহী মাধ্যমে শুকনো খাবার ,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
অর্থোটিক্স এন্ড প্রস্হৈটিকস
ফিজিওথেরাপি

ফিজিওথেরাপিঃ ফিজিওথেরাপি এমন একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা যা একজন রোগীকে শারীরিক এবং মানসিক ভাবে সক্রিয় করে তোলে এবং তাদের পুনর্বাসনে সাহায্য করে ।
ফিজিওথেরাপির ক্ষেত্র সমূহঃ
• মাসকুলোস্কেলেটাল এবং অর্থোপেডিক কন্ডিশন- বাত, ব্যাথা, হাড় ভাঙ্গা, মেরুদন্ডে আঘাত প্রাপ্ত, হাঁটু ও কোমর ব্যাথা,অস্থি সন্ধির ব্যাথা, মাংশপেশীর দূর্বলতা, লিগামেন্টে আঘাত, অস্টিও পোরোসিস, আথ্রাইটিস ।
• নিউরো লজিক্যাল কন্ডিশন- স্ট্রোক, প্যারালাইসিস, জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ফেসিয়াল বা বেলস পালসি, মাথার আঘাত প্রাপ্তসহ বিভিন্ন স্নায়ু রোগ ।
• পেডিয়াট্রিক কন্ডিশন বা শিশু রোগ- সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, জন্মগত ক্রুটি, হাড় বাঁকা, মুগুর পা, বিকলঙ্গতাসহ বিভিন্ন ধরণের শিশু রোগ ।
• স্পোর্টস ইন্জুরি- খেলাধুলাসহ বিভিন্ন ধরণের আঘাত/ ক্রীড়াজনিত আঘাত এবং তাদের পূনর্বাসন।
• স্পাইনাল কর্ড ইন্জুরি- মেরুদন্ডে আঘাত প্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা এবং পূনর্বাসন।
• গাইনোকোলজিক্যাল কন্ডিশন- গর্ভবতী মা এবং প্রসব পরবর্তী পূনর্বাসন।
• কৃত্রিম অঙ্গ সংযোজন- কৃত্রিম হাত ও পা সংযোজন এবং তাদের চিকিৎসা এবং পূনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।
অকুপেশনাল থেরাপি

প্রতিবন্ধিতা প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনে অকুপেশনাল থেরাপিঃ
অকুপেশনাল থেরাপি এমন একটি চিকিৎসা সেবামূূুলক পেশা যা একজন ব্যক্তিকে তার শারীরিক, মানসিক এবং সামাজিক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধীতা দূরীকরণের মাধ্যমে সুস্থ্য ও স্বনির্ভর জীবনযাপনে সক্ষম হতে সাহায্য করে।
চিকিৎসা ক্ষেত্রসমূহঃ
স্নায়ু রোগঃ স্ট্রোক, মেরুদন্ডের আঘাত, মস্তিষ্কের আঘাত, গুলেনবারি সিন্ড্রোম (জিবিএস) সহ সব ধরণের প্যারালাইসিস।
হাড়, জোড়া ও মাংসপেশির রোগঃ
বাত, হাড়ভাঙ্গাসহ মাংসপেশির ক্ষয় ও দূর্বলতাসহ ব্যাথা ও আঘাতজনিত রোগ।
শিশুরোগ বিষয়কঃ জন্মগত শারীরিক ও মানসিক প্রতিবন্ধীতা, সেরিব্রাল পালসি(সিপি), অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা, ডাউসিন্ড্রমসহ সব ধরনের শিশুবন্ধীতা।
হাতের রোগঃ আগুনে পুরা, হাত ভাঙ্গা, কাঁধ-কুনুই-কব্জি ও বৃদ্ধা আঙ্গুলে তীব্র ব্যাথাসহ হাত ও আঙ্গুলের বিভিন্ন সমস্যা।
মানসিক রোগঃ সিজোফ্রেনিয়া, মাদকাসক্তিও বিষন্নতাসহ অন্যান্য মানসিক রোগ।
স্পিচ্ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি

স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিঃ যেসকল ব্যক্তি(শিশু/ বয়স্ক) তাদের বাক সমস্যার কারণে অন্যের সাথে কথা বলা/ ভাব বিনিময়ে বাঁধার সম্মুখীণ হয়ে থাকে অথবা যাদের খাবার চিবাতে,গিলতে সমস্যা হয় তাদের জন্য স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা।
যাদের জন্য এ চিকিৎসা পদ্ধতিঃ
• শিশুবিষয়ক- সেরিব্রাল পলসি, অটিজম, ডাউন সিনড্রোম, শ্রবণ প্রতিবন্ধীতা, ঠাঁট ও তালুকাঁটা, ল্যাঙ্গুয়েজ ডিলে এন্ড ডিজঅর্ডার, স্পিচ ডিলে এন্ড ডিজঅর্ডার, আর্টিকোলেশন এন্ড ফোনোলজিক্যাল ডিজঅর্ডার এবং খাবার চিবাতে এবং গিলতে সমস্যা।
• স্নায়ু রোগ বিষয়ক- স্ট্রোক, মাথায় আঘাত প্রাপ্ত রোগী, ডিমেনসিয়া, ফেসিয়াল বা বেলস পালসি, মোটর নিউরন ডিজিজ, গুলেনবারী সিনড্রোম, আলজাইমার ডিজিজি, পারকিনসন ডিজিজ, খাবার চিবাতে এবং গিলতে সমস্যা।
• মানসিক সমস্যা বিষয়ক- সিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিজঅর্ডার, বিষন্নতা।
• এছাড়াও কন্ঠস্বর জনিত সমস্যা ও তোতলামি জনিত সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে।
চিকিৎসা পদ্ধতিঃ প্রত্যেক ব্যক্তিই স্বতন্ত্র। তাদের সমস্যার ধরন, কারণ আলাদা। তাই একজন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট রোগীর সমস্যার ধরন, কারণ ও অবস্থার পরিপ্রেক্ষিতে তার চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে থাকেন। একক অথবা দলবদ্ধভাবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগীকে যোগাযোগে সক্ষম করে তোলাই স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির উদ্দেশ্য।
মেডিক্যাল কনসালটেন্সি
বৃত্তিমূলক প্রশিক্ষণ

প্রতিবন্ধী মানুষদের সমাজে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিআরপি ভোকেশনাল ট্রেনিং প্রদান করে থাকে। সেগুলো হলঃ
1. কম্পউটার অফিস অ্যাপ্লিকেশন (তিন মাস)
2. দোকান ব্যবস্থাপনা (এক মাস)
3. ড্রেস মেকিং এ্যান্ড টেইলরিং (ছয় মাস)
কম্পিউটারের তিন মাসের কোর্স, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন করা হয়।কম্পিউটার কোর্সে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা এস.এস.সি পাশ হতে হবে।
দোকান ব্যবস্থাপনা প্রশিক্ষণের মেয়াদ এক মাস। এক্ষেত্রে সিআরপি’র বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হতে সার্টিফিকেট প্রদান করা হয়।
ড্রেস মেকিং এ্যান্ড টেইলরিং এর জন্য ছয় মাসের কোর্স, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন করা হয়। এ ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেনিং করানো হয়।
অন্যান্য কার্যক্রমঃ
মেডিকেল চেকআপ
প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম
স্কুল ভিত্তিক সচেতনতা মূলক কার্যক্রম
প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন তৈরি ও সহয়তা
এ্যাডভোকেসি ও কনসালটেশন মিটিং
বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।
এ্যাডভোকেসি নেটওয়ার্কিং

প্রতিবন্ধীতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণ।