Logo

 

বুরো বাংলাদেশ এর প্রকল্প সমূহ

SMAP Project

বাংলাদেশ ব্যাংক ও দাতাসংস্থা জাইকার অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্বাবধানে দেশব্যাপী এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে । খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের অধীনে প্রান্তিক কৃষকগণ অপেক্ষাকৃত কম সুদে ঋণ সহায়তাসহ বিভিন্ন সুবিধা পাবেন । প্রকল্পটি ৭ বছর মেয়াদী ।

Menstrual Hygiene Education Training Project

দাতাসংস্থা Water.Org এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । কিশোরীদের বয়ঃসন্ধি পরিবর্তনসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এই প্রকল্পের কাজ । এই প্রকল্পের অধীনে মোট ৪ হাজার কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

Agent Banking Project

এই প্রকল্পের অধীনে ব্যাংক এশিয়ার সহযোগিতায় বুরো বাংলাদেশের ৪টি শাখায় ( ছিলিমপুর, সোহাগপুর, চৌহালি এবং বাসাইল ) এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে । এই সকল শাখা থেকে গ্রাহকগণ ব্যাংকের নানাবিধ সেবা ভোগ করতে পারবেন ।

Digital Financial Services Project

মাইক্রোসেভের সহযোগিতায় বুরো বাংলাদেশের ৩টি শাখায় ( আযমপুর, কালিয়াকৈর এবং টাঙ্গাইল স্থানীয় কার্যালয় ) এই প্রকল্পের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে । এই সকল শাখা থেকে গ্রাহকগণ মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঋণ ও সঞ্চয়সহ নানাবিধ সেবা ভোগ করতে পারছেন ।

Business & Financial Literacy Project

মাষ্টার কার্ড ওয়াল্ডওয়াইডের অর্থায়নে ১০,০০০ জন সদস্যকে আর্থিক অন্তভূক্তি কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান করা । মাষ্টার কার্ড ওয়াল্ডওয়াইডের অর্থায়নে এ পর্যন্ত ৩০৪ জনকে প্রশিক্ষণ প্রদান করে NRB Global Bank এর সহযোগিতায় প্রায় ৯৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে । এই প্রকল্পের অধীনে প্রশিক্ষিত ব্যক্তিবর্গ বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১০ টাকার হিসাবধারী ।

INSPIRED Project

প্রাকৃতিক উৎস থেকে সুতা তৈরীর মাধ্যমে দরিদ্র মহিলাদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন করা এই প্রকল্পের কাজ । ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতায় এবং BWCCI এর সাথে পার্টনারশীপে নরসিংদী, গাইবান্ধা, টাংগাইল ও মধুপুর উৎপাদন কেন্দ্রে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে । বর্তমানে উপকারভোগীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে । কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক উৎস (কলাগাছ) থেকে সুতা উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Water Credit Project

দাতাসংস্থা Water.Org এর সহযোগিতায় দেশের ৫৪টি জেলার ২৫৩টি উপজেলার ৪১৬টি শাখায় ৫০,০০০ পরিবারে নিরাপদ পানি ও পরিবেশবান্ধব ল্যাট্রিন ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এবং ঋণ সহায়তা সেবা বিষয়ক এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । নাগরিকদের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে রোগাক্রান্তের হার এবং মৃত্যুহার যথাসম্ভব কমিয়ে আনা প্রকল্পের লক্ষ্য । এই প্রকল্পের সার্বিক উদ্দেশ্য হচ্ছে-- প্রকল্পের মেয়াদ শেষে লক্ষিত জনগোষ্ঠি নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব ও সুফল সম্পর্কে অধিক সচেতন হবে এবং নিজ নিজ বাড়ীতে নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করবে ।

Rural Piped Water Supply Project

বিশ্বব্যাংক এবং এসডিএফের সহযোগীতায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরাতন বাউসিয়া গ্রামে এই প্রকল্প চালু রয়েছে । এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত ৪৬৫টি বাড়ী ও প্রতিষ্ঠানে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির সংযোগ প্রদান করা হয়েছে । উপকারভোগী পরিবারসমূহ মাসিক সুনির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বিশুদ্ধ পানিয় জলের সেবা পাচ্ছে ।

চলমান প্রকল্প সমূহ

সমাপ্ত প্রকল্প সমূহ

আসন্ন প্রকল্প সমূহ


 

NGO সমূহ