Logo

 
ব্যাপ্টিষ্ট এইড, বিবিসিএফ
Logo

ব্যাপ্টিষ্ট এইড, বিবিসিএফ সম্পর্কে

ব্যাপ্টিষ্ট এইড- বিবিসিএফ
ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোসিফ এর উন্নয়ন অংগ প্রতিষ্ঠান।ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর লক্ষ্য হলো শিশুর উন্নয়ন, দারিদ্র দুরিকরণ, ব্যাক্তি ও সামাজিক পর্যায়ে কল্যানে জীবন ও জীবিকার টেকসই উন্নয়নে নেতৃত প্রদান এর মাধ্যমে একটি পরিপুন জীবন প্রদানে সহযোগিতা প্রদান। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ উন্নয়ন প্রতিষ্ঠান হিসাবে মানব কল্যানে তার কার্যক্রম পরিচালিত করে, বিশেষ ভাবে শিশু ও নারী উন্নয়নে। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ তার শুরু থেকেই দরিদ্র ও নির্যাতিতদের সহায়তা করে আসছে। এই প্রতিষ্ঠান সমাজে বিভিন্ন মুখি কার্যক্রম পরিচালনা করে থাকে যেমন দূর্যোগ কালীন সময়ে ত্রান সহায়তা, পূনরবাসন কার্যক্রম সহায়তা,ব্যবহারিক বয়স্ক ও শিশু শিক্ষা,প্রাথমিক সাস্থ্য সহায়তা, অর্থ নৈতিক্ উন্নয়, ন্যায্যতা,মানবাধিকার ও নারীপুরুষ এর সমতা, মানুষের মাঝে আত্নিক ও সামাজিক মুল্যবোধ জাগ্রত করা। ব্যাপ্টিষ্ট এইড এর প্রধান কার্যক্রম হলো শিশুর উন্নয়নে শিশু শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে শিশু অধিকার প্রতিষ্ঠা করা। সামাজে দরিদ্র পরিবারের শিশুরা অনেক খেত্রে সমাজের বিভিন্ন বিনদন মুলক কার্য়ক্রমে অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত থাকে বা পায়না। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ শিশু বান্ধব সমাজ উন্নয়ন প্রকল্প (সিএফসিডিপি) চেষ্টা করছে সেইসমস্ত ‍সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে শিশু অধিকার প্রতিষ্ঠা করা।সিএফসিডিপি মুলত শিশু কেন্দ্রিক সমাজ উন্নয়ন এবং স্থানীয় জনগনের দক্ষতাবৃদ্ধিকে কেন্দ্র করে জনগনের অংশগ্রহনের ভিত্তিতে প্রকল্পের ডিজাইন করা হয়েছে।ব্যাপ্টিষ্ট এইড বিশ্বাস করে যে, সমাজের উন্নয়ন তখনই হবে যখন শিশু তার পরিবার ও সমাজ থেকে প্রয়োজনীয় খাদ্য, আশ্রয়,শিক্ষা, সুরক্ষা, মুল্যায়ন ও ভালবাসা পাবে। ব্যাপ্টিষ্ট এইড শিশুর এই সকল চাহিদা নিরুপন করে এবং চেষ্টা করে অত্র এলাকার জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে একটি ‍শিশু বান্ধব সমাজ প্রতিষ্ঠা করা যেখানে শিশুরা তাদের অধিকার নিয়ে শারীরিক ও মানষিক ভাবে বৃদ্ধি পেতে পারে। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর ভিশন: সম অধিকার, টেকসই জীবনমান,নৈতিক ও সততার উপর ভিত্তি করে অবিচার,নির্যাতন ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা। মিশন: ব্যাপ্টিষ্ট- এইড-এর কাজ হইলো নৈতিক ও সততার উপর ভিত্তি করিয়া টেকসই ও সমন্বিত উন্নয়ন কার্যপদ্ধতির মাধ্যমে জনগনের অংশিদারিত্বের ভিত্তিতে তাদের দক্ষতা বৃদ্ধি করিয়া এবং প্রাপ্ত সকল সম্পদের সুষ্ঠ ব্যবহার করিয়া রূপান্তরিত ও পরিপূর্ন জীবন নিশ্চিত করা। মূল্যবোধ: ন্যায়বিচার, সমতা, সর্ম্পক সৃষ্টি, অংশীদারিত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা, ধনাধ্যক্ষতা, অংশগ্রহনমুলক নীতি নির্ধারণ ।

 

NGO সমূহ